বিএনপি-জামায়াতের টানা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর খিলক্ষেতে আকাশ পরিবহনের একটি যাত্রাবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে বাসে আগুন দেয়ার খবর পায় ফায়ার সার্ভিস।
এরপর কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ৮টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।