ঢাকার মতো চট্টগ্রামেও মেট্রোরেল চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ (শুক্রবার) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এপ্রিল বা মে মাসে চট্টগ্রামে টানেলের উদ্বোধন করা হবে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, চট্টগ্রামে পরিকল্পিত পরিবহন ব্যবস্থা এবং মেট্রোরেল চালুর লক্ষ্যে কোইকার সহায়তায় সরকার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করতে যাচ্ছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় প্রায় ৭৭ কোটি টাকা ব্যয়ে একটি সমীক্ষা প্রকল্প নেওয়া হচ্ছে। এতে কোরিয়া সরকারের অনুদান ৫১ কোটি টাকা।

তিনি বলেন ‘এরইমধ্যে কোরিয়া থেকে একটি বিশেষজ্ঞ সার্ভে টিম বাংলাদেশ সফরে এসেছে। দলটি আগামী ৮ই ফেব্রুয়ারি হতে ১২ই ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগরীর উন্নয়নের সঙ্গে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবে।’

কাদের বলেন, প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরীর জন্য একটি সমন্বিত পরিবহন পরিকল্পনা প্রস্তুত করা হবে। এর পাশাপাশি ম্যাস ট্রানজিট লাইন বা মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও করা হবে।

জনগণের জানমালের নিরাপত্তায় ১৬ই জানুয়ারি বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা সর্তক অবস্থানে থাকবে বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এসময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ স্থানীয় রাজনীতিবিদেরা উপস্থিত ছিলেন।