বিবিসি বাংলার রেডিও বন্ধের এক মাস মধ্যেই বন্ধ হলো বিবিসি আরবি রেডিওটি। শুক্রবার (২৭শে ডিসেম্বর) সর্বশেষ সম্প্রচার হয় এটির। এর মাধ্যমে বিবিসি আরবি বিভাগের ৮৫ বছরের রেডিও সম্প্রচারের সমাপ্তি ঘটে। তবে বিবিসি বাংলার মতো এক্ষেত্রেও বিবিসি আরবি’র অনলাইন সেবা চালু থাকবে।

খরচ কমানোর উদ্দেশ্যে বিশ্বজুড়ে বিভিন্ন কার্যক্রম গুটিয়ে নিচ্ছে বিবিসি। মূলত এরই ধারাবাহিকতায় আরবি ভাষায় রেডিও সম্প্রচার বন্ধ করা হলো।

এটির প্রথম সম্প্রচার হয় ১৯৩৮ সালের তেসরা জানুয়ারি। দীর্ঘ এই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আরব-ইসরাইল যুদ্ধ, ফিলিস্তিনি আন্দোলন ও ইরাক আক্রমণের মতো আরব বিশ্বের অসংখ্য ঘটনা তুলে এনেছে এই সংবাদ মাধ্যমটি।

গত সেপ্টেম্বরে ১০টি ভাষায় রেডিও বন্ধ করার কথা জানিয়েছিল বিবিসি। ওই ঘোষণায় বাংলা, আরবি, হিন্দি, চীনা, ফারসিসহ মোট ১০টি ভাষায় রেডিও বন্ধ করার কথা জানিয়েছিল বিবিসি।

প্রথম গত ৩১শে ডিসেম্বর বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হয়। ১৯৪১ সালের ১১ই অক্টোবর বিবিসি বাংলা রেডিওর যাত্রা শুরু হয়ে দীর্ঘ ৮১ বছর সম্প্রচারে ছিল।