আবারও ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। একাদশ দফার এ অবরোধ আগামী মঙ্গল (১২ ডিসেম্বর) সকাল ৬টায় শুরু হয়ে শেষ হবে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায়।
আজ রোববার (১০ই ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, তাদের আন্দোলনের কর্মসূচি চলতেই থাকবে।
এসময় রিজভী অভিযোগ করেন, আগামী ৭ই জানুয়ারির নির্বাচন তাদের মতো করে করার জন্য চেষ্টা করছে সরকার। এর অংশ হিসেবে গণহারের খেয়ালখুশি মতো গ্রেপ্তার চালাচ্ছে। নানা নিপীড়ন চলছে। রিজভী বলেন, এসবের কারণ একটাই, ভোটারদের মনে ভয় ধরানো। এ সরকারের ভোটারের দরকার নেই।
রিজভী আরও বলেন, আওয়ামী লীগ বিরোধী মতকে সহ্য করে না। তাই আজ ঢাকা ও দেশের অন্যত্র মানববন্ধন কর্মসূচিতে বাধা ও কর্মীদের অকারণে নির্যাতন চালিয়েছে সরকারের নানা বাহিনী।
গত ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ ডাকে বিএনপি। কিন্তু সমাবেশ শুরুর কিছু সময় পরই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। সমাবেশ বানচাল হয়ে যাওয়ার পর থেকে টানা হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপিসহ বিরোধী দলগুলো।
প্রতি সপ্তাহের রোব ও সোমবার হরতাল বা অবরোধ পালনের পর মঙ্গলবার ফাঁকা রেখে বুধ ও বৃহস্পতিবার আবার কর্মসূচি ডাকা হচ্ছে। ইতোমধ্যে নয় দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে দেড় যুগের মতো ক্ষমতার বাইরে থাকা দলটি।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো একসঙ্গে কর্মসূচি পালন করে আসছে। একই কর্মসূচি ভিন্নভাবে ঘোষণা করা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলন কর্মসূচি ঘোষণা করে আসছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির এই মুখপাত্র।
ভার্চুয়ালি সংবাদ ব্রিফিংয়ে রিজভী বলেন, আগামী মঙ্গলবার ভোর ৬টা থেকে অবরোধ কর্মসূচি শুরু হবে। চলবে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।