সংসদ সদস্যরা নিজ এলাকার সরকারি হাসপাতালে না গিয়ে বিদেশে চিকিৎসার নেয়ার সমালোচনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্ত লাল সেন। শনিবার (৬ই জুলাই) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সাথে বিনিময়কালে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীও তো দেশেই চিকিৎসা নেন। আপনারা মাননীয় সংসদ সদস্যরা যার যার এলাকায় স্থানীয় হাসপাতালে গিয়ে যদি নিয়মিত চেকআপ করান, চিকিৎসা নেন, তাহলে হাসপাতালের চিত্র পাল্টে যাবে। হাসপাতালে চিকিৎসা সেবার মান উন্নত হবে। দেশের চিকিৎসার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে। মানুষ চিকিৎসার জন্য আর বিদেশে যাবে না।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংসদ সদস্যরা হাসপাতালে গিয়ে চিকিৎসা নিলে সেবার মান বাড়বে। তারা চিকিৎসা নিয়ে আস্থা প্রকাশ করলে, সাধারণ মানুষের আস্থাও ফিরে আসবে। কিন্তু উনারা বিদেশ চলে যান। প্রধানমন্ত্রী বিদেশে না গিয়ে দেশেই চিকিৎসা নেন বলেও জানান মন্ত্রী।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যসেবীদের সাথে কথা বলেন।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, হাসপাতালের পরিচালকসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী বার্ন ইউনিট নির্মাণের স্থান পরিদর্শন করেন। তিনি জানান শিগগিরই প্রধানমন্ত্রী এর নির্মাণ কাজের উদ্বোধন করবেন।