ঝিনাইদহ- ৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য ভারতে চিকিৎসা করাতে গিয়ে খুন হয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। কলকাতার নিউটন এলাকার বিলাসবহুল আবাসন সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যট থেকে আজ সকালে তাঁর মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
আনোয়ারুল আজিম গত ১২ই মে চিকিৎসা করাতে বাংলাদেশ থেকে কলকাতায় যান। প্রথমে তিনি উত্তরের কলকাতার বরাহনগরে বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ছিলেন। এরপর ১৩ই মে সেখান থেকে চিকিৎসার জন্য বের হন। কিন্তু এরপর থেকেই আনোয়ারুল আজিম আনারের কোন হদিস পাওয়া যাচ্ছিল না। উদ্বিগ্ন গোপাল বিশ্বাস গত ১৮ই মে কলকাতার বরাহনগর থানায় একটি জিডি করেন। তিনি উল্লেখ করেন আনোয়ারুল আজিমের সাথে তার ২৫ বছরের পারিবারিক সম্পর্ক। ১৩ই মে তার বাড়ি থেকে বের হওয়ার পর আনোয়ারুল আজিমের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না।
কলকাতার পুলিশ জানিয়েছে, আনোয়ারুল আজিমের মোবাইলের শেষ লোকেশন মিলেছিল বিহারে। গত আট দিন ধরে নিখোঁজ থাকলেও তার ফোন থেকে পরিবারের সদস্যদের কাছে মেসেজ পাঠানো হয়েছিলে যে, তিনি নয়াদিল্লি গিয়েছেন। গত ১৩ই মে তিনি নিউটাউনের সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাটে উঠেন। সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করেছে কলকাতার পুলিশ। আনোয়ারুল আজিমের মৃত্যুর ঘটনায় ঝিনাইদহে তাঁর নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।