সিরি আ লিগের খেলায় এমপোলির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে জুভেন্টাস। সোমবার স্টাডিও কার্লো কাসেলানি স্টেডিয়ামে আয়োজিত হয় ম্যাচটি। এছাড়া দলবদল নিয়ে অনিয়মের অভিযোগে ১০ পয়েন্ট কাটা গেল ইতালির ঐতিহ্যবাহী ক্লাবটির। ফলে সিরি আ’র শীর্ষ চার থেকে ছিটকে গেল  জুভেন্টাস। পয়েন্ট কাটার পর সিরি আ’র পয়েন্ট টেবিলে দুই থেকে সোজা সাতে নেমে গেছে তারা। ফলে চ্যাম্পিয়নস লিগ তো বটেই, ইউরোপের শীর্ষ সব প্রতিযোগিতার বাইরে চলে গেল ইতালিয়ান জায়ান্টরা।

এই দিন ম্যাচের শুরু থেকেই জুভেন্টাসের ওপর চড়াও হয় এমপোলি। জুভেন্টাস ও সমান শক্তিতে লড়তে থাকে। বল সংরক্ষণে প্রথম থেকেই জুভেন্টাস এগিয়ে থাকলেও সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে এগিয়ে যায় এমপোলি। তারই ফলশ্র“তিতে ম্যাচের ১৮ মিনিটের মাথায় এমপোলির হয়ে প্রথম গোলটি করেন ফ্রান্সেসকো কাপুতো। ম্যাচের ২১ মিনিটে দ্বিতীয়বারের মত জুভেন্টাসের জালে বল জড়ান এমপোলির সেবাস্টিয়ানো লুপের্তো। প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে এমপোলি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা খায় জুভেন্টাস। ম্যাচের ৪৭ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন ফ্রান্সেসকো কাপুতো। গোলের জন্য মরিয়া হয়ে ওঠে জুভেন্টাসও। তবে বিশেষ সুবিধা করতে পারছিলো না মেসিমিলিয়ানোর শিষ্যরা। ম্যাচের ৮৫ মিনিটে শেষমেশ ব্যবধান কমাতে সক্ষম হয় জুভেন্টাস। ফেডেরিকো কিয়েজার গোলে ব্যবধান কমে লজ্জা থেকে বাঁচে জুভেন্টাস। তখনো শেষ হয়নি খেলা, ম্যাচে যোগ করা অতিরিক্ত সময়ে এমপোলির হয়ে চতুর্থ গোল করেন পিকোলি। এর মধ্য দিয়ে ৪-১ গোল ব্যবধানের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।