লিগ ওয়ানে ১১তম শিরোপার দুয়ারে চলে গেল পিএসজি। রোববার রাতে অক্সেরের মাঠে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ২-১ গোলে জিতেছে পিএসজি। আর মাত্র একটি পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মেতে উঠবে তারা।

এদিন প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই চড়াও ছিল পিএসজি। ম্যাচের মাত্র ৬ মিনিটের মধ্যেই প্রথম গোল পায় পিএসজি। পিএসজির হয়ে গোলটি করেন তারকা ফুটবলার এমবাপে। মিনিট দুয়েক পর ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। মেসির বাড়ানো বল স্পর্শ না করে ছেড়ে দেন উগো একিতিকে। ডি-বক্সের মাথায় পেয়ে দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন ফরাসি তারকা। প্রথমার্ধ কাটে ২-০ স্কোরলাইনে।

বিরতির ৬ মিনিট পর এক গোল শোধ দেয় অক্সের। কিন্তু এরপর আর পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে পরাস্ত করতে পারেনি তারা। ৩৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬তে আছে ক্লাবটি। সমান ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লস।