কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ফরাসি লিগ ওয়ানে পঞ্চম জয় তুলে নিয়েছে পিএসজি। এই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ফরাসি চ্যাম্পিয়নরা। রোববার রাতে লিগ ওয়ানে ৩-০ গোলে নঁতেকে হারিয়েছে প্যারিসিয়ানরা।

নঁতের বিপক্ষে আগের তিন লড়াইয়ের দুটিতে হারা পিএসজি আজ মাঠে নামে নেইমার জুনিয়রকে ছাড়াই। তবে তাতে কোনো সমস্যা হয়নি। মেসি-এমবাপ্পের যুগলবন্দিতে ১৮তম মিনিটেই  গোলের দেখা পায় পিএসজি। বল নিয়ে অনেকটা দৌঁড়ে গিয়ে ডি-বক্সের বাঁ দিকে বল বাড়িয়ে দেন  মেসি। ফাঁকায় বল পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড।

ছয় মিনিট পর পিএসজির মিডফিল্ডার ভিতিনিয়াকে বিপজ্জনক ফাউল করায় সরাসরি লাল কার্ড  দেখেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফাবিও। এরপর একজন খেলোয়াড় কম নিয়েও পিএসজিকে বেঁধে রাখা নঁতে।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। সতীর্থের থ্রু পাস ধরে তিনি ডি-বক্সে ঢুকে ডান দিকে পাস বাড়ান মেসিকে। প্রতিপক্ষের বাধায় শট নেওয়ার জায়গা করতে পারেননি আর্জেন্টাইন তারকা। ছয় গজ বক্সে ফিরতি পাস দেন তিনি। কার্যকর এক টোকায় বিশ্বকাপজয়ী তারকা বল ঠেলে দেন জালে। ৬৪তম মিনিটে ব্যবধান আরো বাড়ান নুনো মেন্ডেস।

এরপরই এমবাপ্পেকে তুলে নিয়ে নেইমারকে মাঠে নামান গালতিয়ের। তবে বাকি সময়ে আর গোলের দেখা মেলেনি।

৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই।