আজ খুশীর ঈদ। এক মাস সিয়াম সাধনার পর ঈদ উদযাপন করছে দেশবাসী। ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগা ময়দানে। কয়েক স্তরের নিরাপত্তা নেয়া হয়েছে মুসল্লিরা যেনো নির্বিঘ্নে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারে। ময়দানের চারিদিকে বসানো হয়েছে সিসি ক্যামেরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা চৌকি এবং ওয়াচ টাওয়ার। রয়েছে জরুরী স্বাস্থ্য সেবা কেন্দ্র।

ঘরে ঘরে এদিন বইবে আনন্দের জোয়ার। পাড়া-পড়শীরা একে অপরের খোঁজ নেবেন। একে দাওয়াত করবেন অন্যকে। স্বজনরা বেড়াতে যাবেন আত্মীয়-স্বজনের বাড়ি।

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপনে সারা দেশের সব শ্রেণি পেশার মানুষই নিজ নিজ জায়গা থেকে যথাসাধ্য প্রস্তুতি নিয়েছেন। এরই মধ্যে ঢাকাসহ বিভিন্ন নগরের কর্মস্থল ছেড়ে বেশিরভাগ মানুষ স্বজনদের সঙ্গে ঈদ করতে গ্রামে চলে গেছেন।

সকালে, সারাদেশের ঈদগাহে ঢল নামে মুসল্লীদের। সববয়সী মানুষের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে ঈদগাহগুলো। আবহাওয়া ভালো থাকায় কোন ভোগান্তি ছাড়াই ঈদের জামাতে অংশ নেন সর্বসাধারণ।  এদিকে, ঈদের দিনের বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রাও সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।