এশিয়ান গেমস পুরুষ হকিতে নিজেদের গ্রপের তৃতীয় খেলায় সিঙ্গাপুরকে ৭-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে দুটি গোল করেন সোহানুর রহমান। এছাড়া একটি করে গোল করেন পুষ্কর খীসা মিমো, মিলন হোসেন, আশরাফুল ইসলাম, আরশাদ হোসেন ও রকিবুল হাসান।

আজ বৃহস্পতিবার (২৮ শে সেপ্টেম্বর) চীনের হাংজুর গংশু কানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে খেলার শুরু থেকেই আধিপত্য দেখায় লাল-সবুজের জার্সিধারীরা। খেলার প্রথম কোয়ার্টারে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয় কোয়ার্টারের ২৩ মিনিটে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে মিলন হোসেন। তৃতীয় কোয়ার্টারে ৪-২ গোলে এগিয়ে থাকে বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে আরো আক্রামণত্বক হকি খেলে বাংলাদেশ। সিঙ্গাপুরকে আরো ৩ গোল দিলে সাত-তিনের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আশরাফুল-রুমানরা। ৩০শে সেপ্টেম্বর বাংলাদেশ  পরের ম্যাচ খেলবে উজবেকিস্তানের বিপক্ষে।