এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে প্রথমবার ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ওপেনার তানজিদ হাসান তামিম। অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের দলে জায়গা হয়নি। দলে ফিরেছেন শেখ মেহেদী ও শামীম পাটোয়ারি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, বিশ্বকাপের দলে পরিবর্তন আসতে পারে।
এশিয়া কাপ ক্রিকেট শুরু হবে ৩০শে আগস্ট। এজন্যে ১৭ সদস্যের চূড়ান্ত বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দলে স্থান পাওয়া ক্রিকেটারদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচব মিনহাজুল আবেদিন নান্নু। দলে কেন নেই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ তার ব্যাখ্যাও দিলেন তিনি।
কিছুদিন আগেই ইমার্জিং এশিয়া কাপে ৪ ফিফটি করে নির্বাচকদের নজরে আসেন তানজিদ তামিম। তাকে দলে নেওয়া হলো ওপেনার তামিম ইকবালের বদলেই। দুই বছর পর জাতীয় দলে ফিরলেন শেখ মাহাদী। যে দল ঘোষণা হয়েছে তারা এই আসরে ভালো করবে, এমনটাই বিশ্বাস প্রধান নির্বাচকের।
১৭ সদস্যের দল : সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, তানজিদ তামিম।