ওমানে জুনিয়র এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৫-১ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে জয় পেলেও এই ম্যাচে কোন প্রতিরোধ করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

এই ম্যাচে হেরে যাওয়াতে আসন্ন জুনিয়র বিশ্বকাপে খেলার স্বপ্ন কিছুটা ধাক্কা খেলো মামুনুর রশিদের দলের। তবে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে জয় পেতে চায় বাংলাদেশ।

আগামীকাল শুক্রবার উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।