এশিয়া কাপ হকিতে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। রোববার (২৯শে মে) জাকার্তায় রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম, দ্বীন মোহাম্মদ ইমন ও পুস্কর খিসা মিমোর গোলে জয় পায় বাংলাদেশ। ইন্দোনেশিয়ার হয়ে গোল করেন আকবর আবদুল্লাহ ও আরদাম। ওমানকে হারিয়ে পঞ্চম হওয়ার লড়াইয়ের মঞ্চে উঠেছে পাকিস্তান। আগামী পহেলা জুন বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচের জয়ী দল হবে পঞ্চম, হারলে ষষ্ঠ।

স্বাগতিকদের বিরুদ্ধে মাত্র ১৩ মিনিটে বাংলাদেশকে গোল এনে দেন রাসেল মাহমুদ জিমি। সাত মিনিট পর আকবর আবদুল্লার গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। দুই মিনট পর পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম লিড এনে দেন বাংলাদেশকে। ২৪ মিনিটে দ্বীন মোহাম্মদ ইমন ব্যভধান বাড়ান।

স্বাগতিকরা দ্বিতীয়ার্ধের ৩৬ মিনিটে ব্যবধান কমিয়ে ৩-২ করে। শেষ বাঁশির এক মিনিট আগে পুস্কার খিসা মিমো গোল করলে ৪-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির দল।