আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে রাজশাহী থেকে ঢাকায় আনা হচ্ছে।
বুধবার (১১ মে) সন্ধ্যা ৬টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
এর আগে সকালে অ্যাডভোকেট কামরুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়।
তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পরিচিতি সভায় যোগ দিতে বুধবার সকালে রাজশাহী যান। পরে অসুস্থ বোধ করায় রামেক হাসপাতালে ভিভিআইপি কেবিনে চিকিৎসা নেন কামরুল ইসলাম।