প্রস্তাবিত বাজেট নিয়ে দি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ বলেছেন, এ বাজেট স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি  বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতেও ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (৬ই জুন) সন্ধ্যায় বাজেট ঘোষণার পর বৈশাখী টেলিভিশনকে তিনি এই প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, চট্টগ্রামসহ সারাদেশে দেশি-বিদেশী বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ১১০টি সংস্কার বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসময় তিনি কক্সবাজারের মাতারবাড়িতে দৈনিক ১,০০০ মিলিয়ন ঘনফুট ক্ষমতাসম্পন্ন ল্যান্ড বেইজড এলএনজি টার্মিনাল প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে দাবী জানান।