চলতি সপ্তাহেই মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আসতে পারে বলে জানিয়েছে আবহওয়া অফিস। যা দেশের উত্তরাঞ্চল বা উত্তর-পশ্চিমাঞ্চলে প্রভাব ফেলতে পারে। ২০ ও ২১ জানুয়ারি এটি স্বল্পকালীন সময়ের জন্য আসার সম্ভাবনা রয়েছে। সারাদেশে এই শৈত্যপ্রবাহের প্রভাব না পড়লেও কুয়াশার পরিমাণ আগামী কয়েকদিন বাড়তে পারে। ফলে সারাদেশে শীতের অনুভূতি ও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) অবহাওয়া অধিদপ্তরের সর্ব শেষ পূর্বাভাস থেকে এসব তথ্য জানা যায়।

সেই সাথে আবহওয়া অফিস আরও জানিয়েছে, পঞ্চগড় এবং কুড়িগ্রাম জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এছাড়াও রোবার ও সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সেই সািথে বর্ধিত পাঁচ দিনের রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহওয়া অফিস ।