ঐতিহাসিক ৭ই মার্চে দেশজুড়ে ছিল নানা আয়োজন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এই দিনটি স্মরণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসময় স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহবান জানানো হয়।

বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া ৭ই মার্চের অগ্নিঝরা ভাষণই বাঙ্গালীদের সাহস যোগায় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার। ঐতিহাসিক এই দিবসে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে ধ্বনিত হয় বঙ্গবন্ধুর সেই অবিস্মরণীয় ভাষণ। জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ ছিল নানা আয়োজন।

বন্দরনগরী চট্টগ্রামে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। এ উপলক্ষে সকালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক এবং আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। নগরীতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

রংপুরেও ছিলো নানা কর্মসুচী। দুপুরে নগরীর ডিসির মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। ছিলো শিশুদের চিত্রাংঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা এবং আলোচনা সভা।

৭ই মার্চ উদযাপনের ময়মনসিংহে ছিল নানা আয়োজন। সকালে সার্কিট হাউজ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

খুলনা কালেক্টরেট ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বের হয় একটি শোভাযাত্রা।

বরিশাল নগরীতে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এছাড়াও বগুড়া, কুমিল্লা, দিনাজপুর, মেহেরপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, ঝালকাঠী সহ সারাদেশে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপনে নেয়া হয়েছে নানা উদ্যোগ।