সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে পেছনে ফেললেন ইলন মাস্ক। ওবামার চেয়ে টুইটারে অনুসরণকারীদের উপরের দিকে আছে টুইটারপ্রধান ইলন মাস্ক। অনুসারীসংখ্যার দিক দিয়ে ওবামার অবস্থান এখন দ্বিতীয়।
এই দু’জনের টুইটার পর্যালোচনা করে দেখা গেছে, মাস্কের টুইটার অনুসারীর সংখ্যা বেড়ে গতকাল দাঁড়ায় ১৩ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৫৬০। আর ওবামার অনুসারীর সংখ্যা ১৩ কোটি ৩০ লাখ ৪১ হাজার ৮১৩। এতে টুইটারে অনুসারীর (ফলোয়ার) সংখ্যার দিক দিয়ে গতকাল বৃহস্পতিবার শীর্ষস্থানে উঠে আসেন মাস্ক।
বহু আলোচনার জন্ম দিয়ে গত বছরের অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি (৪৪ বিলিয়ন) মার্কিন ডলার দিয়ে টুইটার কিনেছিলেন মার্কিন ধনকুবের মাস্ক। সেই টুইটারের মূল্যমান এখন অর্ধেকে নেমে এসেছে। টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে শুরু করে এখন পর্যন্ত মাস্ক এ প্রতিষ্ঠানের হাজারো কর্মকর্তা-কর্মীকে ছাঁটাই করেছেন। প্রাতিষ্ঠানিক নিয়ম-কানুন ও টুইটারের ব্যবহারবিধিতে তিনি নানা পরিবর্তন এনেছেন।