আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। বৃহস্পতিবার (২৩শে নভেম্বর) রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ক্রিকেটার সাকিব সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন। পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে প্রায় ৩০ মিনিট বৈঠক করেন। এসময় আর কেউ উপস্থিত ছিলেন না। তিনি ৬টা ৫০ মিনিটে কার্যালয় থেকে বের হয়ে যান।

কাদেরের সঙ্গে সাকিব আল হাসানের বৈঠক

বৈঠক শেষে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কার্যালয় থেকে বের হয়ে যান সাকিব। তবে এসময় গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি এই ক্রিকেটার।

উলে­খ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এবার মনোনয়ন প্রত্যাশী সাকিব আল হাসান। তিনি মাগুরা-১ ও ২ আসন এবং ঢাকা ১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।