টানা তৃতীয় বারের মতো ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন ওবায়দুল কাদের। আর এতে হ্যাটট্রিক করেছেন তিনি। আগামী মেয়াদের জন্য এই পদে দায়িত্ব পালনে নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। আজ (শনিবার) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করা হয়। অন্য কোনো প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে তাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে কাউন্সিলররা। পরে উপস্থিত কাউন্সিলররা করতালি ও শ্লোগানের মাধ্যমে তাকে অভিনন্দন জানান।

সভাপতির পর সাধারণ সম্পাদকই দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। এর আগে টানা দুই মেয়াদে সাধারণ সম্পাদক পদে ছিলেন ওবায়দুল কাদের। এবারও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাচ্ছেন বলে সম্মেলনের আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল। অবেশেষে সেই গুঞ্জনই সত্য হলো।

এবারের সম্মেলন সামনে রেখে তিনি গত দুই মাস জেলায় জেলায় দলীয় কার্যক্রমে অংশ নিয়েছেন। ফলে তার অনুসারীদের ধারণা ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় সাধারণ সম্পাদক হিসেবে তিনিই থেকে যাচ্ছেন।

এছাড়া দলের একটা অংশ চাচ্ছিলেন ওবায়দুল কাদেরই সাধারণ সম্পাদক পদে থাকুক।