বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পবিত্র ওমরাহ হজ করতে সৌদি আরব গেছেন। সঙ্গে ছিলেন তার স্ত্রী রাহাত আরা বেগম। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার তথ্যটি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন তারা। ওমরাহ পালন শেষে আগামী ৮ মে তাদের দেশে ফেরার কথা রয়েছে।
গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেওয়ার পরদিনই মির্জা ফখরুল গ্রেপ্তার হন। প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান তিনি। কারাগারে যাওয়ার পর থেকে বিএনপি মহাসচিব শারীরিক নানা জটিলতায় ভুগছেন। তার স্ত্রী রাহাত আরা বেগমও অসুস্থ। গত ৪ মার্চ তারা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান।












