আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ভালোই করেছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পরবর্তীতে দুই দল ড্র মেনে নেয়।

অ্যান্টিগার কুলিজ ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে দেরিতে শুরু হয়। দ্বিতীয় দিনে  খেলা হয়েছে মাত্র ২৫.৪ ওভার। প্রথম দিনে ৫ ওভার বোলিং করে ১ উইকেট তুলে নেয়া বাংলাদেশের বোলাররা কাল ২৫.৪ ওভারে আরও ৮ উইকেট তুলে নেন। ১.৪ ওভারে ১ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন হ্যাটট্রিকম্যান হাসান মুরাদ।

ইনিংসের ২৬তম ওভারে প্রথম বোলিং করতে এসে হাসান মুরাদ দেন মাত্র ১ রান। ফিরতি ওভার করত এসে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন। এর মাঝে ড্যানিয়েল বেকফোর্ডকে এলবিডাব্লু, নাভিন বিদাইসিকে বোল্ড এবং চাইম হোল্ডারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন। তার হ্যাটট্রিকেই শেষ হয় ম্যাচ। স্বাগতিকরা ৯ উইকেটে ৮৭ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল।