প্রিমিয়ার লিগের খেলায় ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার রাতে লন্ডন স্টেডিয়ামে আয়োজিত হয় ম্যাচটি। প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে হারল এরিক টেন হাগের দল। দ্বিতীয়বার হারাল লিগ টেবিলে তিনে ওঠার সুযোগ। গত বৃহস্পতিবার তারা একই ব্যবধানে হেরেছিল ব্রাইটনের বিপক্ষে।
লন্ডন স্টেডিয়ামে লড়াই হয়েছে সমানে সমানে। আক্রমণে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। একের পর এক আক্রমণে উভয় দলের রক্ষণভাগকেই দিতে হয়েছে পরিক্ষা।
আক্রমণাত্মক ফুটবলে শুরুটা বেশ ভালো করে ইউনাইটেড। প্রথম ১০ মিনিটেই তিনটি ভালো আক্রমণ শাণায় তারা। যদিও কেউই সুযোগ কাজে লাগাতে পারেনি। লক্ষ্যে যে কেউ শটই নিতে পারছিলেন না।
ম্যাচের ২৭ মিনিটে আক্রমণ থেকে গোল পায় ওয়েস্টহ্যাম। এই দলের হয়ে গোলটি করেন সাইদ বেনরাহমা। নৈপুণ্যের সাথে দুইজন ডিফেন্ডারকে পরাস্ত করে শক্ত শটে জালের দিকে বল পাঠান বেনরাহমা। সেই বল ঠেকাতে ব্যার্থ হন রেড ডেভিলদের গোলরক্ষক ডেভিড ডে গিয়া। ১-০ স্কোরলাইনেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ম্যানচেস্টার। তবে বিশেষ সুবিধা করতে পারেনি এরিক টেন হাগের শিষ্যরা। সুযোগ তৈরী হলেও গোল করতে ব্যার্থ হন দলের খেলোয়াড়রা। তবে দ্বিতীয়ার্ধে গোল পায়নি ওয়েস্টহ্যামও। নির্ধারিত সময় শেষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্টহ্যাম ইউনাইটেড।