আসন্ন রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু চক্র। চক্রটির বিরুদ্ধো গোয়ালন্দ ঘাট থানা ও বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি নম্বর ক্লোন করে প্রার্থীদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ই অক্টোবর) থানা পুলিশের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে বিষয়টি জানা যায়।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিছু অসাধু চক্র প্রার্থীদের নিকট তার সরকারি নম্বর ০১৩২০১০১৪৪৭ ক্লোন করে টাকা চাচ্ছে। এছাড়া কতিপয় প্রার্থী, প্রশাসন তার পক্ষে আছে বলে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, আমরা কখনোই টাকা চাইব না। ভোটারগণ সম্পূর্ণ স্বাধীনভাবে তার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। আমরা ভোটারদের ভোটাধিকার প্রয়োগে আইনি সহায়তা প্রদান করব। তাই সকলকে এ ধরনের অসাধু চক্রের বিষয়ে সতর্ক থাকার জন্য এবং যেকোন ধরনের অপপ্রচার/গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

তিনি জানান, ইতিমধ্যে জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী একজন প্রার্থীর কাছে তার সরকারি নম্বর ক্লোন করে টাকা চাওয়া হয়েছে। প্রতারক চক্রটির ব্যাপারে সকলকে সচেতন করতে এই স্ট্যাটাসটি পোস্ট করা হয়েছে।

এদিকে জেলার বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামানের নম্বরও ক্লোন করে জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীর কাছে টাকা দাবি করেছে প্রতারক চক্র। এ বিষয়ে বালিয়াকান্দি থানার ফেসবুক আইডিতে একই ধরনের স্ট্যাটাস পোস্ট করা হয়েছে।

ওসি প্রতারক চক্রটি সম্পর্কে সচেতন থাকার অনুরোধ জানিয়ে বলেন, একজন প্রার্থীর কাছে তার সরকারি নম্বর ক্লোন করে টাকা চাওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে সবাইকে সতর্ক করতে ফেসবুকে পোস্টটি দেয়া হয়েছে।