যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরও ছয়জন।স্থানীয় সময় শনিবার (২৩শে জুলাই) এ হামলার ঘটনা ঘটে।
রেনটন পুলিশ জানায়, ৯১১ নম্বরে ফোনকল পায় তারা, যে রেনটনে বন্দুক হামলা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় একজন হামলাকারী শনাক্ত হয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে এখনো নিশ্চিত হতে পারেনি কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে।
গত কয়েকমাস ধরেই একের পর এক বন্দুক সহিংসতা ঘটছে যুক্তরাষ্ট্রে। এর আগে বন্দুক হামলায় নিউইয়র্কে ১০ জন কৃষ্ণাঙ্গ, টেক্সাসে ১৯ জন শিশু ও দুইজন শিক্ষক নিহত হন। এছাড়া বিচ্ছিন্ন কয়েকটি হামলায় নিহত হন আরও অনেকে।