টানা ভারী বৃষ্টি ও পাহাড়ধসে কক্সবাজারের উখিয়া এবং চকরিয়ায় রোহিঙ্গা মা-মেয়েসহ ছয় জনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) বিকেলে উখিয়া ও চকরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজারে পাহাড়ি ঢল ও পাহাড় ধসের আলাদা ঘটনায় ৪ জন নিহত হয়েছে। অন্য দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে।

টানা বৃষ্টি, জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে কক্সবাজার জেলার ৩৫ টি ইউনিয়নের আড়াই লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মানুষজনকে নিরাপদে সরিয়ে নিতে মাইকিং করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে স্ব স্ব  উপজেলায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

গত কয়েক দিনের টানা বর্ষণে পানিতে তলিয়েছে চকরিয়া উপজেলার ১২টি ইউনিয়ন, ঈদগাঁও উপজেলার ৩টি ইউনিয়ন, কক্সবাজার সদর উপজেলার ৩টি ইউনিয়ন, মহেশখালী উপজেলার ৪টি ইউনিয়ন, কুতুবদিয়া উপজেলার ৬টি ইউনিয়ন, টেকনাফ উপজেলায় ৩টি ইউনিয়ন, পেকুয়া উপজেলার ৪ টি ইউনিয়ন। এসব এলাকায় আড়াই লাখের অধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

সোমবার দুপুরে পাহাড়ি ঢলে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে চকরিয়ার মাতামুহুরি নদীতে ভেসে গিয়ে নিখোঁজ হন এক যুবক। বিকাল ৩টার দিকে নদীর লক্ষ্যরচর মোহনা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এদিকে, চকরিয়ার বরইতলী ইউনিয়নে ৩নং ওয়ার্ডে ধসে পড়া মাটির দেয়ালের নীচে চাপা পড়ে  ৩ বছর ও ৬ বছরের দুই শিশু নিহত হয়েছে। অন্যদিকে, বিকেলে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মারা গেছেন মা ও মেয়ে। এছাড়া মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।