ক্সবাজারের টেকনাফে সাত বছরের শিশু আলী উল্লাহ আলো হত্যার দায়ে ছয়জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরো দুইজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বুধবার (১১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম এ নিশ্চিত করেন।

দণ্ডিতরা হলেন ইসহাক কালু, কুমিল্লার ইয়াকুব, নওগাঁর সুমন, ঠাকুরগাঁওয়ের ইয়াছিন, নজরুল ও মিয়ানমারের সৈয়দুল আমিন প্রকাশ লাম্বাইয়া। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ৭ সেপ্টেম্বর টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিলা গ্রামের বাসিন্দা ও কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মো: আবদুল্লাহর ছেলে শিশু আলি উল্লাহ আলোকে গলা কেটে হত্যা করা হয়। ওই সময় আলো টেকনাফ বিজিবি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।