কক্সবাজারে হত্যা মামলায় ৬ জন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে প্রত্যেককে ৫০ হাজার করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ (মঙ্গলবার) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নম্বর আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামীরা হলেন, মুফিজুল আলম সিকদার, আবু কাউসার, সাজ্জাদ হোসেন সিকদার, শামশুল আলম, নুরুল কবির ও শাকের আলী। রায় ঘোষণার সময় শাকের আলী ছাড়া অন্য আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। শাকের আলী পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ৭ই জুলাই সকাল ৯টার দিকে কক্সবাজারের উখিয়ায় চাষাবাদের জমি দখল নিয়ে দুর্বত্তের গুলিতে নিহত হন চাষী শামশু আলম ওরফে গুরা মিয়া। এ ঘটনায় পরদিন নিহত শামসু আলমের পিতা নূর মোহাম্মদ বাদী হয়ে ২৬ জনকে আসামি করে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন আদালত।