কক্সবাজারের কলাতলীতে একটি আবাসিক হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সি আলিফ নামে হোটেলের ৪১১ নম্বর হোটেল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, নিহত গৃহবধূ সুমা দে (৩৫) চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা। তার স্বামী তাদের দুই ছেলেকে সঙ্গে নিয়ে পালিয়েছেন।
হোটেল কর্তৃপক্ষের বরাতে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গত ১৪ ফেব্রুয়ারি স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তিন ছেলেসহ হোটেলে রুম নেন। কয়েকদিন কক্সবাজার শহরে ঘুরেও বেড়ান। আজ সকালেও হোটেলের লোকজন হাসি মুখে দেখেছে। দুপুরে হঠাৎ রুম খোলা দেখে হোটেল কর্তৃপক্ষ ৯৯৯ এ কল দিয়ে জানালে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনার পর থেকে দুই ছেলেকে নিয়ে স্বামী’ লাপাত্তা হয়ে যায়। কেন কিভাবে এ ঘটনা ঘটলো তার রহস্য উদঘাটনে চেষ্টা করছে পুলিশ।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা শাহীন বলেন, নিহত নারীর স্বামী তাদের অন্য দুই শিশু সন্তানকে নিয়ে পালিয়েছেন। মৃত্যুর কারণ জানতে সিআইডির সদস্যরা কাজ করছেন বলেও তিনি জানান।