কক্সবাজারে আইকনিক রেলস্টেশন ও কক্সবাজার-দোহাজারী ট্রেন চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে (১১ই নভেম্বর) ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে যান প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে ঝিনুকাকৃতির আইকনিক রেল স্টেশনে যান তিনি। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কক্সবাজার আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক মানুষ।
আজ প্রধানমন্ত্রী প্রায় ৮৮ হাজার কোটি টাকা ব্যয়ে রেলসহ ১৫টি প্রকল্পের উদ্বোধন ও ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর অতিথিদের নিয়ে আইকনিক রেলস্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবেন এবং পতাকা উড়িয়ে হুইসেল বাজাবেন। পরে প্রধানমন্ত্রী ট্রেনে চড়ে রামু পর্যন্ত ভ্রমণ করবেন। সেখানে বেলা ১১টার দিকে রামু সমাবেশে বক্তব্য দেবেন তিনি।
পরে রামু থেকে হেলিকপ্টার যোগে মহেশখালী উপজেলার মাতারবাড়িতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেলের উদ্বোধন এবং ১ম টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকার প্রধান।
এরপর মাতারবাড়ি টাউনশিপ মাঠে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন এবং মাতারবাড়ি ১২শ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।