অবশেষে পর্যটন নগরী কক্সবাজার থেকে ঢাকায় স্বপ্নের ট্রেন যাত্রা শুরু হচ্ছে। ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামের বিরতিহীন ট্রেনটি আগামী ১ ডিসেম্বর কক্সবাজারের আইকনিক রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে এই ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। টিকিট অনলাইন এবং কাউন্টারে পাওয়া যাবে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম স্টেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩শে নভেম্বর) সকাল ৮টা থেকে কাউন্টার ও অনলাইন দুই মাধ্যমেই টিকিট বিক্রি হচ্ছে। আগামী ১লা ডিসেম্বর থেকে যাত্রা শুরু হবে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটির। আজ পাওয়া যাচ্ছে পহেলা, দোসরা ও তেসরা ডিসেম্বরের টিকিট। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ট্রেনটিতে ৭৮০টি সিট থাকবে। দুই শ্রেণির টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে এই ট্রেনে। শোভন বা নন-এসি ৬৯৫ টাকা ও øিগ্ধা বা এসি চেয়ার ১৩২৫ টাকা। রাত সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর ছেড়ে সকাল ৭টায় কক্সবাজার পৌছাঁবে ট্রেনটি। আবার দুপুর ১টায় কক্সবাজার ছেড়ে ঢাকা পৌঁছানোর কথা রাত ১০টায়।
ট্রেনটি ঢাকা থেকে সোমবার ও কক্সবাজার থেকে মঙ্গলবার বন্ধ থাকবে।