মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে সন্ত্রাসীদের হামলায় আন্তত ২২ জন নিহত হয়েছে। গত শনিবার রাতে দেশটির পূর্বাঞ্চলীয় ইতুরি এবং নর্থ কিভু প্রদেশজুড়ে সন্দেহভাজন জঙ্গিদের একের পর এক হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ইতুরি প্রদেশের ১২ জন এবং নর্থ কিভু প্রদেশের ১০ জন রয়েছেন। এ ছাড়া নর্থ কিভু প্রদেশের মাউন্ট কিয়াভিরিমুর এনগুলি গ্রাম থেকে তিনজনকে অপহরণ করে সন্ত্রাসীরা।

এই হামলার জন্য অ্যালায়িড ডেমোক্র্যাটিক ফোর্সেসকে (এডিএফ) দায়ী করেছেন কিওয়েওয়া। তিনি বলেছেন, ‘এটি সত্যিই দুঃখজনক পরিস্থিতি। তারা ছুরি ও অন্যান্য অস্ত্র ব্যবহার করে তাদের হত্যা করেছে।’

উলে­খ্য, কঙ্গোর সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষীদের ক্রমবর্ধমান হস্তক্ষেপ সত্তে¡ও কঙ্গোর পূর্বাঞ্চল বছরের পর বছর ধরে সহিংসতা চলছে।