আফ্রিকার দেশ ডিআর কঙ্গোয় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৭ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। সোমবার দেশটির কিভু প্রদেশের বরাত দিয়ে এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, অঞ্চলটিতে বন্যায় ২৮৭ জন মৃত্যুর পাশাপাশি ২০৫ জন আহত হয়েছেন। এ ছাড়াও এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৬৭ জন। ডিআর কঙ্গো সরকারের মুখপাত্র প্যাট্রিক মায়ুয়ু, একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। এছাড়া মন্ত্রীদের একটি দল মানবিক সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয়ের জন্য ওই অঞ্চলে ভ্রমণের জন্য যাচ্ছেন।

এর আগে গত বৃহস্পতিবার দক্ষিণ কিভু প্রদেশের কালেহে অঞ্চলে বৃষ্টিপাতের ফলে বুশুশু ও ন্যামুকুবি গ্রামগুলো প্লাবিত হয়। বন্যার পানিতে বহু বাড়ি ও ক্ষেতের ফসল ভেসে গেছে। প্রবল বন্যার মধ্যেই ওই এলাকায় পাহাড় ধসেরও ঘটনা ঘটে।