আগামীকাল থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে রয়েছে বিধিনিষেধ। এমন পরিস্থিতির মধ্যেও বিশেষভাবে চলবে ঘরোয়া ফুটবল। অনেক পক্ষের সাথে আলোচনা ও দেন দরবারের পর বাফুফে আনুষ্ঠানিকভাবে তাদের সূচি প্রকাশ করেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ও বীরশ্রেষ্ঠ শহীদ কমলাপুর স্টেডিয়ামে দিনে একটি করে ম্যাচ চলবে। চলমান তৃতীয় বিভাগ ও নারী ফুটবল লিগ স্থগিত থাকবে এক সপ্তাহের জন্য।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘আমরা সরকারের সঙ্গে আলোচনা আগেই করেছি। আজ রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। যথেষ্ট স্বাস্থ্যবিধি ও আইন কানুন মেনেই ম্যাচ পরিচালনা করব।’
বৃষ্টির মৌসুম চলছে এর মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনে দুইটি ম্যাচ চলা অসম্ভব। এজন্য বিশেষ পরিস্থিতিতে একটি করে ম্যাচ দিয়েছে বাফুফে। আগামী ৩ জুলাই পর্যন্ত একটি করে ম্যাচ চলবে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ চলছে কমলাপুর স্টেডিয়ামে। সেখানে আগামী দুই দিন একটি করে ম্যাচ রয়েছে। পরবর্তী রাউন্ডের সূচি বাফুফে শিগগিরই প্রকাশ করবে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশেষ ব্যবস্থায় লিগ ম্যাচ পরিচালনা করবে বাফুফে। প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী অনেক ক্লাবের নিজস্ব অনুশীলন ভেন্যু নেই। ম্যাচের জন্য অনুশীলন করতে হবে। এই ব্যাপারে বাফুফে ব্যবস্থা নিয়েছে বলে জানান সাধারণ সম্পাদক, ‘আমরা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীকে ক্লাবগুলোকে আমাদের বাফুফে টার্ফ ও কমলাপুর স্টেডিয়ামে অনুশীলনের সূচি, গাড়ি নম্বর দিয়ে দেব। আশা করি কোনো সমস্যা হবে না’।
মাঠ সংকট, আন্তর্জাতিক সূচির চাপ, ক্লাবগুলোর বিনিয়োগ সব মিলিয়ে বাফুফে খেলা চালানোর আপ্রাণ চেষ্টা করেছে। বৈরী আবহাওয়া এবং কঠোর লকডাউনের মধ্যে বাফুফের এই উদ্যোগ প্রশংসাযোগ্য। যেহেতু বিশেষ ব্যবস্থায় ব্যাংকিং ও শিল্প কলকরখানাও খোলা। আসন্ন দিনগুলোতে ফুটবলসংশ্লিষ্ট কোনো অপ্রীতিকর ঘটনার শিকার না হলেই হয়।