কালপুরুষসহ একাধিক কালজয়ী উপন্যাসের লেখক প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১। সোমবার (৮ মে) স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিলো ৮১ বছর। দীর্ঘদিন ধরে তিনি রোগে ভুগছিলেন।

বাংলা সাহিত্যে সমরেশ মজুমদার উপহার দিয়েছেন রাজনীতি, প্রেম ও আধুনিক নগরজীবনের অসাধারণ সব লেখনি। লিখে গেছেন কালজয়ী বহু উপন্যাস। লেখনি দিয়ে জয় করেছেন দুই বাংলার অগণিত ভক্তের হৃদয়।

অনিমেষ ও মাধবীলতার মতো জনপ্রিয় চরিত্রের স্রষ্টা তিনি। বাংলা সাহিত্যকে উপহার দিয়েছেন ‘উত্তরাধিকার’, ’কালবেলা’ ও ‘কালপুরুষ’ এর মতো ট্রিলজি। সমরেশ মজুমদার এমন একজন শক্তিমান রচয়িতা, যার কোন ছদ্মনাম কিংবা উপধির প্রয়োজন পড়েনি, স্বনামেই পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলা সাহিত্যকে উপহার দিয়েছেন অসাধারণ সব লেখনি।

বাংলা সাহিত্যের কালজয়ী এই ঔপন্যাসিকের কলম চিরতরে থেমেছে। সোমবার পশ্চিমবঙ্গের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৮১ বছর। বড় মেয়ে দোয়েল মজুমদার তাঁর মৃত্যুর খবর জানান। দীর্ঘদিন ধরে ফুসফুস ও শ্বাসনালীর সমস্যায় ভুগছিলেন সমরেশ মজুমদার। এর ফলশ্র“তিতে মস্তিস্কে রক্তক্ষরণের কারণে গত ২৫শে এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে রাখা হয় আইসিইউতে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৪২ সালের ১০ই মার্চ উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার গয়েরকাটা চা বাগানে জন্ম সমরেশ মজুমদারের। ষাটের দশকের গোড়ার দিকে কলকাতায় এসে ভর্তি হয়েছিলেন স্কটিশ চার্চ বাংলা কলেজে। øাতকোত্তর ডিগ্রি নেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবনের শুরুতে আনন্দবাজার পত্রিকার প্রকাশনার সাথে যুক্ত ছিলেন তিনি।

১৯৭৫ সালে ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত হয় সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস ‘দৌঁড়’। উপহার দিয়েছেন গর্ভধারিনী, সাতকাহন, অগ্নিরথসহ বহু পাঠকনন্দিত উপন্যাস। তবে বাংলা সাহিত্যে তাঁকে চিরস্থায়ী আসন দিয়েছে ‘উত্তরাধিকার’, ’কালবেলা’ ও ‘কালপুরুষ’ উপন্যাসের ট্রিলজি। ‘কালবেলা’র অনিমেষ ও মাধবীলতা, ‘সাতকাহনের’ দীপাবলি কিংবা শিশু-কিশোরদের জন্য লেখা অ্যাডভেঞ্চারমূলক উপন্যাসের চরিত্র ‘অর্জুন’ বাংলা সাহিত্যে অমলিন।

শুধু উপন্যাসই নয়, ছোটগল্প, ভ্রমণকাহিনী থেকে শুরু করে গোয়েন্দা কাহিনী, কিশোর উপন্যাসেও সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যকে। সমরেশ মজুমদারের সৃষ্টিকর্মে বারবার ফুটে উঠেছে রাজনৈতিক চেতনা, প্রেম, অপ্রাপ্তি, হতাশা এবং আধুনিক নাগরিক জীবনের নানা গোপন ঘাত-প্রতিঘাতের ছবি। তিনি বেশ কিছু সফল টিভি সিরিয়ালের কাহিনীকারও ছিলেন। সাহিত্য আকাদেমি পুরস্কারসহ অর্জন করেছেন বহু পুরস্কার ও সম্মাননা।