যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কনস্যুলেট জেনারেল অফ মায়মীর আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন মো: শাহনেওয়াজ এবং রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ভাইচ কনসাল মো: সানাউল খালিদ। দিবসটি উপলক্ষে বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় দিবসটির তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন কনসাল জেনারেল ইকবাল আহমদ। আলোচান সভায় বেগম ফজিলাতুন নেছা মুজিবের জীবনীর উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগের সভাপতি নাঈম খান দাদন ও সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার আরশাদ আলী, গাজী ফারুক, সহ সভাপতি টিটন মালিকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।