ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিন ধরেই তীব্র তাপপ্রবাহ বইছে। গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়াবিদরা জানিয়েছেন সপ্তাহজুড়েই এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল সিলেট ও চট্টগ্রাম বিভাগের সব জেলার উপর দিয়ে এখনো বয়ে যাচ্ছে মৃদু তাপদাহ। সকাল থেকে গরম অনুভূত হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে গরমের মাত্রাও বাড়ে। গরমের তীব্রতায় ছোটবড় সবার হাঁসফাঁস অবস্থা। রমজান মাস হওয়ায় গরমের তীব্রতা, খেটে খাওয়া মানুষের ভোগান্তির মাত্রা বাড়িয়ে দিয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, গেলো ৭ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এমন অবস্থা দেশের বেশিরভাগ জেলায়। এমন গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। হাসপাতালগুলোতেও বাড়ছে রোগী।

এই তাপদাহ আরো কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাধারণত এমন সময় বৃষ্টি বা কালবৈশাখী ঝড় হলেও আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির কোন সম্ভাবনা নেই।