টানা ৪ দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। গত দু’দিন ধরেই দুপুরের পর শুরু হচ্ছে মুষলধারে বৃষ্টি। আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমী বায়ু দেশের ওপরে সক্রিয়। যে কারণে বৃষ্টিপাতের পরিমান যেমন বেশি, তেমনি স্থায়িত্বও বেশি। টানা সাত কিংবা দশদিন ধরেও এই বৃষ্টিপাত চলতে পারে। আষাঢ় মাসে এমন বৃষ্টিপাত স্বাভাবিক উলেখ করে আবহাওয়াবিদরা বলছেন, এটি মৌসুমী বৃষ্টিপাত। শনিবার (১ জুলাই) এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয়। এর প্রভাবে এখন ঢাকাসহ প্রায় সারা দেশে বৃষ্টি হচ্ছে।’ এই বৃষ্টি আরও কয়েকদিন চলতে পারে বলে তিনি জানান।
আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এদিকে আজ ১ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।