আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গত কয়েক দিন ধরে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। ঈদেও বাকি আছে আর মাত্র দুই দিন। তাই কমলাপুর রেলস্টেশনে ঘরে ফেরা যাত্রীদের ভিড় বেড়েছে। দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সকাল থেকেই যাত্রীরা আসতে শুরু করেছে স্টেশনে। টিকিট সংগ্রহে কষ্ট হলেও নিরাপদ ও স্বস্তির যাত্রায় বাড়ি ফেরার প্রত্যাশা করছেন যাত্রীরা। এছাড়া আজ থেকে বিক্রি হচ্ছে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট। যা চলবে ১১ই জুলাই পর্যন্ত।

কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনের সবগুলো প্ল্যাটফর্ম যাত্রীতে ঠাসা। তবে অতিরিক্ত গরমে প্ল্যাটফর্মে বসে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভোগান্তি এড়াতে ট্রেন ছাড়ার এক থেকে দুই ঘণ্টা আগে থেকেই এসে বসে আছে যাত্রীরা। এদিকে যারা টিকিট পায়নি, তাদের দেওয়া হচ্ছে স্ট্যান্ডিং টিকিট।