কমিটি ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষিপ্তভাবে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা।মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে ছাত্রলীগের কমিটি ঘোষণার পর তারা মিছিল বের করে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক হিসেবে তানভীর হাসান সৈকতের নাম ঘোষণা করেন।

এ খবর ক্যাম্পাসে প্রকাশ হওয়ার পর ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল নিয়ে টিএসসি চলে আসেন।

ছাত্রলীগ নেতাকর্মীরা বলছেন, বাংলাদেশ ছাত্রলীগ সবচেয়ে যোগ্য নেতৃত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানান তারা। একই সঙ্গে সাদ্দাম-ইনান বিতর্কমুক্ত ছাত্রলীগ উপহার দেবেন বলে প্রত্যাশা করেন তারা।

অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। কারণ সম্মেলনের দুই সপ্তাহ পার হলেও কমিটি না হওয়ায় সবাই অপেক্ষা করেছিল।