কম্বোডিয়ার বিরোধীদলীয় নেতা কেম সোখাকে রাষ্ট্রদ্রোহের মামলায় ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদেও প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার নমপেনের আদালতে বিচারক কোয় সাও এ রায় দেন। তবে এসময় জেলে নয়, বন্দী অবস্থায় বাসায় কাটাতে হবে সোখাকে। এছাড়া তাকে রাজনীতি এবং নির্বাচনে ভোট দেওয়া থেকেও অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হবে।
সোখা নিষিদ্ধ কম্বোডিয়ান ন্যাশনাল রেসকিউ পার্টির (সিএনআরপি) সাবেক প্রেসিডেন্ট। বিদেশীদেও সাথে যোগাযোগের অভিযোগে তাকে ২০১৭ সালে গ্রেফতার করা হয়েছিল। এই ঘটনার পর সিএনআরপি দল নিষিদ্ধ করেন দেশটির দীর্ঘদিনের শাসক ও প্রধানমন্ত্রী হুন সেন। সোখার সাজা ঘোষণার পর এ রায়ের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
আসন্ন জাতীয় নির্বাচনের আগে দারুণ সাড়া ফেলেছিল সিএনআরপি। সবাই প্রত্যাশা করছিল যে নির্বাচনে হুন সেনের ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টিকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দেবে কেম সোখার দল। সূত্র: আল জাজিরা