জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আসন্ন বাজেটে ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার দাবি জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
বৃহস্পতিবার (১৩ই এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৩তম সভায়’ এ দাবি করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি।
এছাড়া শিল্প পরিচালনার ব্যয় কমানোর লক্ষ্যে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণের দাবি জানায় ব্যবসায়ীদের শীর্ষ এ সংগঠন।
সভায় করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর চেয়ারম্যানের কাছে আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ভ্যাট, ট্যাক্স ও শুল্ক ছাড়ে নানা প্রস্তাব তুলে ধরেন বিভিন্ন খাতের ব্যবসায়ীরা।
আগামী বাজটে সরকারকে ব্যবসায়ী বান্ধব সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যে উৎসে কর প্রত্যাহার ও করমুক্ত আয়সীমা বাড়ানো জরুরি। এনবিআর তার যেকোনো আইন প্রয়োগের আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে নেয়ার আহ্বান জানান তিনি।
এতে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম বলেন, ইন্ডাস্ট্রির সক্ষমতা অর্জন করতে হবে। বাজেট সাপোর্ট কমে আসতে পারে। ভ্যাট ট্যাক্স দেয়ার মানসিকতা তৈরি করতে হবে। আমাদের কাজ বিজনেসকে সহায়তা দেয়া। ভ্যাট অনলাইন ব্যবহার সহজ করা হচ্ছে। সহজে রিটার্ন সাবমিট করতে পারবেন।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, আপনারা ঠকবেন না, সবাইকে নিয়ে এগিয়ে যাবো। বাজেটে ব্যবসায়ীদের প্রস্তাবের প্রতিফলন দেখা যাবে।