পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী করাচির পুলিশ সদর দপ্তরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন সন্ত্রাসী। এছাড়া পুলিশ ও রেঞ্জার্স সদস্যসহ আরও চারজন প্রাণ হারিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ বন্দুক হামলার ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, টানা প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে রাত পৌনে ১১টার দিকে পুলিশপ্রধানের কার্যালয়টি জঙ্গিমুক্ত ঘোষণা করে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তারক্ষী বাহিনী অভিযান শুরু করার পর তিনজন জঙ্গি বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেছে। বাকি দু’জন অভিযানকালে গুলিতে নিহত হয়।

হামলায় আরও ১৮ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জিও নিউজকে নিশ্চিত করেছেন। হামলাকারীরা পুলিশের ইউনিফর্ম পরে অফিসে প্রবেশ করেছিল বলে জানাগেছে।

এদিকে, নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জিও নিউজের শাহজেব খানজাদাকে বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এর আগে, গত ১৪ই জানুয়ারি পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইন্স এলাকার একটি মসজিদে জোহরের নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় ৮০ জনের বেশি মারা যান। আহত হন দেড় শতাধিক মানুষ।