বিশ্বে চলমান করোনায় গত ২৪ ঘণ্টায় এক লাখেরও কম মানুষ আক্রান্ত হয়েছেন। আর একই সময়ে প্রাণঘাতী এ ভাইরাস কেড়েছে সাড়ে ৩শ জনেরও বেশি মানুষের প্রাণ।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৩৯৪ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৩৬৯ জন। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ৯৮ হাজার ৮৯৮ জন। আর মৃত্যু হয়েছিল ৪৮১ জনের।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ব্রাজিলে। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে জাপান। প্রাণহানির এ তালিকায় জাপানের পরেই রয়েছে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, তাইওয়ান, ফ্রান্স, রাশিয়া, কানাডা, রোমানিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো।
পূর্ব এশিয়ার দেশ জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৪২৩ জন এবং মারা গেছেন ৯৩ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ২৯ লাখ ৫৮ হাজার ৭৭৪ জন এবং মারা গেছেন ৭০ হাজার ৭৮৮ জন।
করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৬২৪ জন এবং মারা গেছেন ৭১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৪৭ লাখ ৮৭ হাজার ৫৩ জন এবং মারা গেছেন ১১ লাখ ৪০ হাজার ২০৯ জন।
শনাক্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৬৬২ জন এবং মারা গেছেন ৮৮ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৪৯২ জন এবং মারা গেছেন ৬ লাখ ৯৭ হাজার ৭৬২ জন।
গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৬ জন এবং মারা গেছেন ৩০ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ২০ লাখ ৮৩ হাজার ৭২৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৫৮১ জনের।
ফ্রান্সে একদিনে শনাক্ত হয়েছেন ৭০৬ জন এবং মারা গেছেন ৫০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত তিন কোটি ৯৫ লাখ ৬৫ হাজার ৪৮৯ জন এবং মারা গেছেন এক লাখ ৬৪ হাজার ৫৮৭ জন।
দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৫ হাজার ১৭৪ জন এবং মারা গেছেন ১১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩ লাখ ৫৫ হাজার ৩৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৭৪৭ জনের।
তাইওয়ানে একদিনে ১২ হাজার ৬৫৭ জন সংক্রমিত হওয়ার পাশাপাশি মারা গেছেন ৫৪ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৯৮ লাখ ২১ হাজার ৭৫৫ জন এবং মারা গেছেন ১৭ হাজার ১৫৭ জন।
এছাড়া বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় কানাডায় শনাক্ত ১ হাজার ৪৪২ জন এবং মারা গেছেন ৩৩ জন, রোমানিয়ায় শনাক্ত ৩ হাজার ২০০ জন এবং মারা গেছেন ৩১ জন, চিলিতে শনাক্ত ১ হাজার ৭২ জন এবং মারা গেছেন ১৫ জন।