গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৪২৯ জনে। একই সময়ে নতুন করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।  এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত ২০ লাখ ৩৬ হাজার ২৩৩ জন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৪ হাজার ৩৮ জন। সারাদেশে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ১৭৭টি নমুনা সংগ্রহ এবং তিন হাজার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।