করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট যাতে দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য বিমানবন্দর, নদীবন্দর ও স্থলবন্দরে অ্যান্টিজেন টেস্টের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনার নতুন ভ্যারিয়েন্ট তেমন ক্ষতিকারক নয় তবে এটি ছড়ায় বেশি বলেও জানান তিনি। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় মানিকগঞ্জে বিজয় মেলার উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।
জাহিদ মালেক বলেছেন, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেলেও বাংলাদেশ ভালো আছে। তবে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, দেশের ৯৮ ভাগ মানুষ করোনা টিকা নিয়েছেন। অতএব উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যারা বুস্টার ডোজ নেননি, তাদের প্রতি তিনি ডোজ নেওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ বিজয়মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ প্রায় করোনামুক্ত দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার নতুন ধরন নিয়ে কাউকে শঙ্কিত ও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তবে মাস্ক পরার ওপর তিনি আবারও গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, চীন থেকে যেসব নাগরিক বাংলাদেশে এসেছেন, তাদের করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের আইসোলেশনে রাখা হয়েছে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাদের সেখানে থাকতে হবে। এছাড়া চীনসহ যে কোনো দেশ থেকে বিমান, স্থল ও নৌপথে আসা বিদেশি নাগরিকদের ব্যাপারে স্বাস্থ্য বিভাগ সজাগ রয়েছে। তাদের অ্যান্টিজেন পরীক্ষা করা হবে। হাসপাতালগুলোও প্রস্তুত রাখা হচ্ছে।
বীর মুক্তিযোদ্ধা ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ আজাদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোমিন উদ্দিন খান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার প্রমুখ।