দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৩৯৩ জন। গতদিনে করোনা শনাক্ত হয়েছে ৩৪৬ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৩১ হাজার ৭৯৭ জন।

শুক্রবার (১৪ই অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা করোনাভাইরাসের সংক্রমণ-মৃত্যু সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৮৬ জন। যা আগের দিন ছিল ৬৮৬ জনই। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৩ হাজার ৭২ জন। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ১১ শতাংশ।

এতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নমুনা সংগ্রহ করা হয় ৪ হাজার ৮১০টি। আগের দিনের কিছুসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৮৪০টি নমুনা। এ সব নমুনা পরীক্ষায় ৩৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৭ দশমিক ১৫ শতাংশ। যা আগের দিন ৮ দশমিক ৯২ শতাংশ। করোনা শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। এখন পর্যন্ত দেশে পুরুষ রোগী মারা গেছে ১৮ হাজার ৭৬০ জন। যা শতকরা হারে ৬৩ দশমিক ৮৩ শতাংশ। এছাড়া করোনায় এ পর্যন্ত ১০ হাজার ৬৩৩ জন নারীর মৃত্যু হয়েছে। যা শতকরা হারের ৩৬ দশমিক ১৭ শতাংশ।