দৈনিক মজুরি ৩০০টাকা করার দাবিতে চা শ্রমিকদের একাংশের কর্মবিরতি চলছে। সোমবার সকালে কাজে যোগ দিলেও আবার আন্দোলনে ফিরেছে মৌলভীবাজারের চা শ্রমিকদের একাংশ। কর্মবিরতি চলছে সিলেট ও হবিগঞ্জেও।
রোববার প্রশাসনের সাথে চা শ্রমিক ইউনিয়নের নেতাদের বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন চা শ্রমিক ইউনিয়নের নেতারা। কিন্তু তাদের আহবান উপেক্ষা করে শ্রমিকদের একাংশ আন্দোলন চালিয়ে যেতে থাকেন।
আন্দোলনকারী চা শ্রমিকরা বলছেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরাসরি ঘোষণা না আসা পর্যন্ত কাজে ফিরবেন না তারা।
অন্যদিকে, চা শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। দাবির সাথে সঙ্গতি রেখে মজুরি বাড়ানো হবে, এমন আশ্বাসেই কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
জানা গেছে, ৩০০ টাকা মজুরি আদায়ে ৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত দৈনিক দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় হবিগঞ্জের ১০ জন শ্রমিক নেতার সঙ্গে শ্রীমঙ্গলে অবস্থিত বিভাগীয় শ্রম দপ্তরে কর্মকর্তারা বৈঠকে বসলেও আলোচনা ফলপ্রসূ হয়নি। শনিবার (১৩ আগস্ট) থেকে টানা ধর্মঘটের ডাক দেয় শ্রমিকরা। এরমধ্যে দফায় দফায় সভা ও বৈঠক হয়েছে। অবশেষে ১২০ টাকা মজুরিতে শ্রমিকরা কাজে যোগদান করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এ সিদ্ধান্তও না মেনে শ্রমিকরা ধর্মঘট অব্যাহত রেখেছেন।