কর্মবিরতি প্রত্যাহার করে আজ থেকে কাজে ফিরেছে পুলিশ। বিভিন্ন থানায় এরই মধ্যে শুরু কার্যক্রম। রোববার পুলিশ বাহিনীতে সংস্কারের দাবিতে ডাকা কর্মবিরতিসহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। এরপর থেকে রাজধানীসহ সারাদেশের থানাগুলোতে ফিরতে শুরু করেছে পুলিশ। এর ফলে গত কয়েকদিন পুলিশ বিহীন অবস্থায় যে আশংকা ছিলো দেশে তা কাটতে শুরু করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিসহ ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠকের পর নিরাপত্তা নিশ্চিতসহ দাবি পূরণের প্রতিশ্র“তি পাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে পুলিশ সদস্যদের পক্ষ থেকে বাহিনীর বেশ কিছু দাবি-দাওয়া উত্থাপন করা হয়। সেসব দাবি-দাওয়া পূরণের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কর্মস্থলে নিরাপত্তা, সহিংসতায় আহত-নিহতদের ক্ষতিপূরণ ও পুলিশ বাহিনীতে সংস্কারসহ ১১ দফা দাবিতে এই কর্মবিরতি পালন করছিলেন পুলিশের সদস্যরা।
দেশের থানাগুলোয় মামলা নেওয়া ও জিডির কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে বলে জানা গেছে। এছাড়া রাস্তায় ট্রাফিক পুলিশ ফেরায় যানজট কমেছে অনেকাংশেই। সড়কেও যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব শিক্ষার্থীদের কাছ থেকে বুঝে নিচ্ছে ট্রাফিক পুলিশ। তবে কোনো কোনো স্থানে এখনও সড়কে শিক্ষার্থীদেরই যান নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।